ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারের পাশেই মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (পুরুষের) লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম জানান, আজবপুর বাজারের পাশেই মেঘনা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের শরীরেও আঘাতের কোনো চিহ্ন নেই। তার বয়স আনুমানিক ৩৮ হবে।
একুশে সংবাদ/বিএইচ