৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চেয়াম্যান পদে তৃতীয় বারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরন্নবী চৌধুরী ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার। তিনি মোটর সাইকেল প্রতীকে পান ৩৫ হাজার ৩৫৮ ভোট। ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজাহান আলী সোহাগ উড়োজাহাজ প্রতীক নিয়ে ৪৪ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান টিউবওয়েল প্রতীকে ২৭ হাজার ৯০০ ভোট পান। ভাইস চেয়ারম্যান(মহিলা )পদে সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ফুটবল প্রতীকে ৪৮ হাজার ১২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে ২৭ হাজার ৩১১ ভোট পান।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা পর্যন্ত চলে। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৭৩৪ জন। ৯২ টি কেন্দ্রে বুথ ছিল ৫৩৩টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

