AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম ভারতীয় হিসেবে কানের পিয়েঁর অ্যাঞ্জিন্যু সম্মানে কী বললেন শিভান


Ekushey Sangbad
জিয়াদুর রহমান জিহাদ
০৯:৪৯ পিএম, ২৫ মে, ২০২৪

প্রথম ভারতীয় হিসেবে কানের পিয়েঁর অ্যাঞ্জিন্যু সম্মানে কী বললেন শিভান

 ক্যারিয়ারের ঝুলিতে অসংখ্য পুরস্কার পেলেও কানের মতো আন্তর্জাতিক মঞ্চের পুরস্কারের আফসোস ছিল শিভানের। তবে সে আফসোস এ বছর তার ঘুচেছে।

 

এবারের কানের আসরে পিয়েঁর অ্যাঞ্জিন্যু সম্মান পান তিনি। প্রথম ভারতীয় হিসেবে পিয়েঁর অ্যাঞ্জিন্যু সম্মান পেয়ে উচ্ছ্বসিত ছিলেন শিভান। জানান, মঞ্চে পুরস্কার নেয়ার সময় পাশে পেয়েছি প্রীতি জিনতাকে।

 

শিভান বলেন কানের মঞ্চে পুরস্কার হিসেবে কান এবং নিজের নাম লেখা ক্যামেরার লেন্স পেয়েছি। সেখানে দুটো মাস্টার ক্লাসও নিয়েছি। ভালো লেগেছে।

কান উৎসবে ২০১৩ থেকে চালু হয় পিয়েঁর অ্যাঞ্জিন্যু পুরস্কার। প্রথম ভারতীয় হিসেবে এ পুরস্কার জেতেন ‘দিল সে’ ছবির ‘ছঁইয়া ছঁইয়া’ গানের সিনেমাটোগ্রাফার শিভান।

 

প্রসঙ্গত, ‘পিয়েঁর অ্যাঞ্জিন্যু’ পুরস্কারের পাশাপাশি এ বিভাগেরই আরেকটি পুরস্কার ‘প্রমিসিং ক্যাটেগরি’ রয়েছে। সিনেমাটোগ্রাফার হিসেবে ২০২৪ এ কানের ‘পিয়েঁর অ্যাঞ্জিন্যু’ পুরস্কার শিভান জিতলেও ২০১৮সালে  ‘প্রমিসিং ক্যাটেগরি’ পেয়েছিলেন কলকাতার মধুরা পালিত। 

  

তাই শিভানের পুরস্কার জয়ে মধুরাও তাকে শুভেচ্ছা জানান। পুরস্কার পাওয়ায় শুভ কামনা জানাতে ভোলেননি শিভানের বন্ধু বলিউড মেগাস্টার শাহরুখ খানও।

 

একুশে সংবাদ/জা.নি./ এসএডি

 

Link copied!