AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা


ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

পাবনা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন পাখি বিজয়ী হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ মে) অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন ভোটাররা।

ভাঙ্গুড়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল (মোটর সাইকেল) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম মেছবাহুর রহমান রোজ (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। অপর প্রার্থী বাকি বিল্লাহ (আনারস) পেয়েছেন ৫৪১ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৩৩.৭৯ শতাংশ। 

এ ছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ রঞ্জু (টিউবওয়েল) ৩০ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদুর রহমান (তালা) পেয়েছেন ৩ হাজার ১৯২ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন পাখি (হাঁস) ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কানিজ ফাতেমা (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট। অপর প্রার্থী আমেনা খাতুন (কলস) পেয়েছেন ৪ হাজার ৩৪২ ভোট।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!