ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎপৃষ্টে মুরাদ হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামে ঘটনা ঘটে।
কলেজ ছাত্র মুরাদ হাসান ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য গোসল করতে টিউবওয়েল পারে গিয়েছিল কলেজ ছাত্র মুরাদ হাসান। এ সময় পানির পাম্পের বৈদ্যুতিক স্যুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এসময় কলেজ ছাত্র স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির বলেন, এ ঘটনাই একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

