আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ম্যাংগো ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা থাকছে না। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আমচাষি, কৃষি বিভাগ, ব্যবসায়ী, গবেষকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের প্রস্তুতিমূলক সভায় আমচাষিদের দাবির পরিপ্রেক্ষিতে এবং গবেষক ও কৃষি বিভাগের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে গাছে পাকা আম দেখা দিলেই বা পরিপক্ক হলেই তা বাজারজাত করতে পারবেন আমচাষিরা। দেশের অন্যান্য জেলার তুলনায় দেরিতে আম পাকা ও সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তনের কারণেই এবারও ক্যালেন্ডার রাখা হচ্ছে না।
আমচাষিরা বলছেন, হঠাৎ করেই তীব্র তাপপ্রবাহ ও অতিবৃষ্টি-অনাবৃষ্টির কারণে আম আগে-পরে পরিপক্ক হচ্ছে। তাই আম পাড়ার সময় বেঁধে দিলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। এ সিদ্ধান্তে খুশি জেলার আমচাষি ও রফতানিকারকরা।
উদ্যোক্তা ও আম রফতানিকারক ইসমাইল খান শামীম বলেন, ‘সারা দেশের মধ্যে সবচেয়ে পরে বাজারে আসে চাঁপাইনবাবগঞ্জের আম। আর এতে এমনিতেই বেশি দাম পায় এখানকার কৃষকরা। তাই বাজারে আমে সয়লাব থাকা অবস্থায় আগাম আম পাড়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমাদের দাবি ছিল, যাতে কোনো ধরনের সময়সীমা নির্ধারণ না করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের এই সময়ে আম পাড়ার নির্ধারিত সময় বেঁধে দিলে বাজারজাত করতে অসদুপায় অবলম্বন করে অনেকেই। তাই তা রোধ করতে ও নায্যমূল্য নিশ্চিতে ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত। জেলার আমচাষিরা এমনিতেই পরিপক্ব না হলে আম পাড়ে না, তাই এখানে আলাদাভাবে ক্যালেন্ডারের দরকার নাই।’
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :