পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের উম্মুক্ত সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউ’পি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে বাজেট সভায় ইউ’পি সচিব মোঃ রবিউল হক ১ কোটি ৫ লাখ ৯ হাজার একশত দুই টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে নিজস্ব আয় ১৬ লাখ, ৩১ হাজার চারশত টাকা ও উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে ৮৮ লাখ, ৭৭ হাজার, সাতশত দুই টাকা।
উক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউ’পি সচিব এ,কে,এম ফজলূর হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরুন কুমার বর্মন।
এসময় ইউ’পি সদস্য/সদস্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

