AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির প্রথম বাস সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের



ইবির প্রথম বাস সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস (কুষ্টিয়া চ-০০১) নিলামে বিক্রি না করে ভাস্কর্যের মতো করে স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে ১৪ মে দুপুরে উপাচার্য বরাবর ৩০০ গণস্বাক্ষরসম্বলিত একটি স্মারকলিপি দেয় তারা। উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এর আগে গত রবিবার এ বিষয়ে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, অনেক আগে থেকেই বাসটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাসটি হয়তো নিলামে বিক্রি করা হবে। এই বাসটির সাথে ইবির ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে ভাস্কর্যের মতো করে স্থাপন করা হোক। তাহলে এটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাস্কর্য হিসেবে রূপ নেবে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাসটি সংরক্ষণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ে একটা স্মৃতি হয়ে থাকবে। তবে পুরাতন বাস নিলামে দেওয়া হলে রেফারেন্সে ইউজিসি থেকে নতুন বাস পাওয়া যাবে। এক্ষেত্রে সংরক্ষণ করলে আমরা নতুন বাস পাবো না। এখন বিষয়টি প্রশাসন সিদ্ধান্ত নিবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, শীঘ্রই স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে। পরে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একুশে সংবাদ/ এসএডি

 

 

Shwapno
Link copied!