AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালুখালীতে টিটো ও পাংশায় বুড়ো চেয়ারম্যান নির্বাচিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৩:৫৯ পিএম, ৯ মে, ২০২৪
কালুখালীতে টিটো ও পাংশায় বুড়ো চেয়ারম্যান নির্বাচিত

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলিউজ্জামান চৌধুরী টিটো আনারস প্রতীক ও পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো মোটরসাইকেল প্রতীকে নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আলিউজ্জামান চৌধুরী টিটো

বুধবার ৮ মে রাতে ভোটগণনা শেষে জেলা নির্বাচন অফিসার এবং পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো মোটরসাইকেল প্রতীকে ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাংশা উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৪২ ভোট।

খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো 

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একেএম সাইফুল মোর্শেদ তালা প্রতীকে ২৬ হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রফিকুল ইসলাম টিউবয়েল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭২০ ভোট, মো. হোসেন আলী টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৪৭ ভোট, খান মোহাম্মদ ওবাইদুল চশমা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৯১ ভোট ও বর্তমান ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৭০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলরুবা পারভীন ইতি ফুটবল প্রতীকে ৪৭ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আসমা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১২৭ ভোট, সাবরিন পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৪৩ ভোট।

অপরদিকে কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো আনারস প্রতীকে ৩৮ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান ভাইস চেয়ারম্যান মো. এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট, এবিএম রোকনুজ্জামান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৪১ ভোট, মো. মাসুদুর রহমান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাহমুদ হাসান সুমন তালা প্রতীকে ২০ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রিপন শেখ টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৫৪ ভোট, রেজাউল করিম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৫২ ভোট, সাংবাদিক মো. ফজলুল হক মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. শারমিন আক্তার হাঁস প্রতীকে ১৯ হাজার ৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছা. শিল্পী আক্তার কলস প্রতীকে পেয়েছেন  ১১ হাজার ৪৮৬ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. ডলি পারভীন ফুটবল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩২৮ ভোট।

একুশে সংবাদ/ এসএডি

Link copied!