নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারে শ্বশুরবাড়িতে গোলনাহার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পূর্বপাড়া সেতু সংলগ্ন গৃহবধূর স্বামী মো. রিপনের বাড়িতে মুরগি রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও রিপনের সঙ্গে ঝগড়া বাধে। এসময় চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হন। পরে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোলনাহার দুই সন্তানের জননী।
গোলনাহারের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তার বোনের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/যু.র/সা.আ
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
