AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে জলবায়ু সুবিচারের দাবিতে তরুনদের বৈশ্বিক ধর্মঘট


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৭:৩৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪
মোরেলগঞ্জে জলবায়ু সুবিচারের দাবিতে তরুনদের বৈশ্বিক ধর্মঘট

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের মোরেলগঞ্জসহ দেশকে রক্ষার আহ্বান জানিয়ে ও জলবায়ু পরিবর্তনের সুবিচার দাবি জানিয়ে উপকূলীয় অঞ্চল বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বৈশ্বিক ধর্মঘট  করেছে ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের তরুন জলবায়ু কর্মীরা।

শুক্রবার (১৯এপ্রিল) সকাল  ১০ টায় উপজেলার পুরাতন থানা রোড সংলগ্ন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে জলবায়ুর বিধ্বংসী কার্যক্রম বন্ধের আহব্বান জানিয়ে বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে  এ মানববন্ধন করেন তারা। 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে ধর্মঘটে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে। তেমনি হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো। বাড়ছে সাইক্লোন, বজ্রপাতসহ আরো প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনের ফলে অসহায় হয়ে জীবনযাপন করছে হাজার হাজার পরিবার। গাছ কেটে বন ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা। মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে। এই সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে। 

বক্তারা আরো বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে। ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায় করে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চল রক্ষা ও উন্নয়নে ব্যয় করার আহ্বান জানিয়েছেন তরুন এ পরিবেশ কর্মীরা।সমাবেশে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের বাগেরহাট জেলা টিমের সমন্বয়ক নাসরিন আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, আ: আল শিহাব ইমন, মোসাদ্দেক বিল্লাহ তামিম, মেহরাব আলম অপি, আসমা আক্তারসহ অন্যান্য প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!