AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদী  থানায় এসআইকে বিদায়ী সংবর্ধনা প্রদান


শ্রীবরদী  থানায় এসআইকে  বিদায়ী সংবর্ধনা প্রদান

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে উপ পুলিশ পরিদর্শক  ( এসআই) মো মাইনুল রেজা কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে । রোববার (৩১ মার্চ) রাতে থানা কম্পাউন্ডে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল লতিফের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল আজিজ, এসআই রাসেল, বিদায়ী এস আই মাইনুল রেজা শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাসহ থানায় কর্মরত অফিসার ফোর্স ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্শ্ববর্তী  জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এসআই মাইনুল রেজা বিগত সময় শেরপুর সদর থানায় ১ বছর কর্মরত ছিলেন। কর্মকালীন সময়ে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ অপরাধ নির্মূলে বিশেষ অবদান রাখেন। উজ্জ্বল করেন শেরপুর জেলা পুলিশের ভাবমূর্তি। শ্রীবরদী  থানার যোগদানের পর সীমান্তবর্তী রানী শিমুল ইউনিয়নের বিট অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শ্রীবরদী উপজেলার  আলোচিত মাদকসম্রাজ্ঞী জেসমিন আক্তার ও তার অন্যতম সহযোগী মনিরকে ৮ গ্রাম হিরোইনসহ, মাদক সম্রাট সুমন মিয়াকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। সীমান্ত জনপদের খাড়ামোড়া এলাকা থেকে উদ্ধার করেন ভারতীয় গরু। চঞ্চল্যকর ১১০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের মামলার তদন্ত  কর্মকর্তা ছিলেন তিনি।

শেরপুর জেলা পুলিশ হইতে তিনি ময়মনসিংহ জেলা পুলিশে যোগদান করবেন।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!