AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহাড়ে ১০ অপহৃত মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
১২:১২ পিএম, ২৯ মার্চ, ২০২৪
পাহাড়ে ১০ অপহৃত মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ে অপহৃত ১০ জন  মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন। স্থানীয়দের দাবি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এসেছেন তারা।

মুক্তি পাওয়া অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার জুনাইদ ও তার ভাই মোহাম্মদ নুর, শাকিল, ফরিদ আলম, আকতার, ইসমাইল প্রকাশ সোনায়া ও হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ছৈয়দ হোছাইন বাবুল ও কালা মিয়ার ছেলে ফজল কাদের, গুলজার ঘোনা এলাকার আলি আহমেদ ও নুর মোহাম্মদ। বুধবার রাত ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড় থেকে মুক্তিপণ দিয়ে তাদের ফেরত আনা হয়।

গত ২৪ মার্চ হ্নীলা থেকে ৫ জন অপহরণ হয়। পরে তারাও মুক্তিপণ দিয়ে ফেরত আসে। অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হওয়ায় টেকনাফ দিনদিন অপহরণের সাম্রাজ্যে পরিণত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহৃতদের পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে চায় না। এমনকি একাধিকবার চেষ্টার পরও স্বজনেরা লিখিত অভিযোগ দেয় না। এতে পুলিশ প্রতিবন্ধকতার মুখে পড়ে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!