AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে রেখে গেছে চোরের মোবাইল নম্বর


Ekushey Sangbad
লালপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০২:২০ পিএম, ২৭ মার্চ, ২০২৪

লালপুরে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে রেখে গেছে চোরের মোবাইল নম্বর

নাটোরের লালপুরে রাতের আঁধারে অনন্ত ১৫ টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া মিটার ফেরত পেতে চিরকুটে মুঠোফোন নম্বর লিখে গেছে দূর্বৃত্তরা। ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করেছে তারা। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, 

মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর, কালুপাড়া ও বিভাগ গ্রামে এঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, উপজেলার কলসনগর গ্রামের আমিরুল ইসলাম (৪০), বাচ্চু বিশ্বাস (৪৫), সাতপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ (৩৫), সেকান্দার আলী, চাঁদপুর গ্রামের আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, ভবানীপুর গ্রামের খোয়াজ হাজী, শালেশ্বর গ্রামের আমির হোসেন।

ভুক্তভোগী আমিরুল ও বাচ্চু বিশ্বাস জানান, ভুক্তভোগীদের রাইস মিল ও কাঠ মিল হইতে রিডিং মিটার রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় দূর্বত্তরা। এবং প্রত্যেকের চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিরকুটে লিখে ঝুলিয়ে যান । সেখানে লেখা ‍‍`এই মিটার নিতে হলে (চোরের মোবাইল নম্বর  ০১৯৪০-৯৭৪৮৯৭) এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আট হাজার টাকা দিলে মিটার আপনাদের কাছে পৌঁছে যাবে‍‍`।

এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় লালপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!