ফরিদপুরে স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
রবিবার (১৭.৩.২৪) সকাল থেকেই রমজানে কম মূল্যে গরুর মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।
সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ডা. নাহিদ উল হক এ উদ্যোগ নিয়েছেন। শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন গরুর মাংস বিক্রি করা হবে।
ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা ডা. নাহিদ উল হক বলেন, আমাদের দেশের মুসলমানদের কাছে গরুর মাংস খুবই প্রিয়। কিন্তু দাম বেশি হওয়ার কারণে তারা কিনতে পারেন না। তাদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তার এ কাজের অংশীদার হিসেবে পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের মানুষ যাতে এ রমজানে একটু স্বস্তিতে থাকতে পারেন সেজন্যই এ প্রচেষ্টা।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, আমরা আশা করছি পুরো রমজানে এ কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। প্রথম দিনে চারটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাসুদুল হক, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, সহ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির প্রমুখ উপস্থিত ছিলেন
উল্লেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

