AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমতলী পৌরসভা নির্বাচনে জমজমাট প্রচারণা


Ekushey Sangbad
আমতলী উপজেলা প্রতিনিধি, বরগুনা
০২:৫০ পিএম, ২ মার্চ, ২০২৪

আমতলী পৌরসভা নির্বাচনে জমজমাট প্রচারণা

বরগুনার আমতলী পৌরসভা নিবার্চনে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের শীর্ষ দু’নেতার মধ্যে। মেয়র পদ ছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৬জন কাউন্সিলর ৩টি সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর এলাকায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। দুপুর দুটোর পর প্রচার মাইকে চলছে পুরোধমে প্রচারণা। আমতলী পৌরসভায় আগামী ০৯ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণা চলছে জমজমাট ভাবে। প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে। প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতশ্রুতি । উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আমতলী পৌর এলাকায়।

পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. মতিয়ার রহমান (মোবাইল) প্রতীক নিয়ে প্রার্থী হয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন (হ্যাঙ্গার) প্রতিক নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থণা করছেন। তিনিও দিন—রাত যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এর বাইরেও মেয়র প্রার্থী হিসাবে আছেন, জিল্লুর রহমান (নারিকেল গাছ), নুসরাত জাহান লিমু(বড়শি), জহিরুল ইসলাম খোকন (ক্যারাম বোর্ড), ইফতেকার হাসান(চামুচ), আব্দুল্লাহ আল মামুন (কম্পিউটার), আবুল কালাম আজাদ (জগ) ও কামাল হোসেন (ইস্ত্রি)। মেয়র পদে তারা প্রার্থী হলেও তাদের প্রচার প্রচারণা নেই নির্বাচনী মাঠে।

এর বাইরেও ৯টি ওয়ার্ডে (পুরুষ) ৩৬ জন কাউন্সিলর পদে প্রার্থী পদে লড়ছেন। নারী কাউন্সিল পদে ০৯ জন প্রার্থী হয়ে লড়ছেন। আগামী ০৯ মার্চ পৌর এলাকার ১৫ হাজার ৮ ’শ ৩৯ ভোটার তাদের ভোটের মাধ্যমে পছন্দের মেয়র কাউন্সিলর নির্বাচন করবেন।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো.সেলিম রেজা জানান, পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
 

Shwapno
Link copied!