দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার রানীগঞ্জ রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এ গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন।
রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিনের উদ্যোগে এ গণিত অলিম্পিয়াডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত ২০২৩ এর শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক নুরুজ্জামান, রুবেল খন্দকার, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম আলী শাহ, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক পরিমল সরকার, সহকারী শিক্ষক উৎপল সরকার। রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা আম্বিয়া খাতুনের সঞ্চালয়নে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ গণিত অলিম্পিয়াডে ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
একুশে সংবাদ/ম.ম.প্র/জাহা