AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুরিয়ারে আসা সাবানের প্যাকেটে মিললো ৪২০০ পিস ইয়াবা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
১১:৪২ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
কুরিয়ারে আসা সাবানের প্যাকেটে মিললো ৪২০০ পিস ইয়াবা

যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে সাবানের পার্সেল আনতে গেলেন এক নারী।গোপন সংবাদের ভিত্তিতে সেই কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায় র‌্যাব-৬ এর সদস্যরা।এসময় ওই সাবানের প্যাকেট খুলে পাওয়া যায় ৪ হাজার ২১০টি ইয়াবা ট্যাবলেট।  

 

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।  এ সময় ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নারীর নাম, ফিরোজা খাতুন (২৮)। যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসিম গাজীর স্ত্রী তিনি।  

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব এসব তথ্য দেন।  

তিনি বলেন, তথ্য ছিল যে, একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পারসেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিস ইয়াবাসহ ফিরোজা খাতুন নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামি ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে এসেছিলেন।

র‌্যাব কমান্ডার আরও জানান, আসামি ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট কিনে তা যশোরে বিক্রি করতেন।  

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।  

 

একুশে সংবাদ/এনএস

Link copied!