ফরিদপুরে নতুন বাস স্ট্যান্ডে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি সুটকেসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭.১.২৪) সকালে নতুন বাস স্ট্যান্ডে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি সুটকেস মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মহেন্দ্র করে বোরকা পড়া এক নারী সুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় থেকে নামায়। পরে সুটকেসটি গোল্ডেন লাইন বাসের কাউন্টারের সামনে একটি লাইটপোস্টে সামনে রেখে ঢাকাগামী একটি বাসে করে চলে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ শামীম জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে সুটকেসের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি মৃতের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ