বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে জনপ্রিয় চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ জানুয়ারী সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর হতে প্রতিনিধি মেহেদী হাসান তানিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহেদি হাসান শাকিল বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, এশিয়ান টেলিভিশন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব গণমাধ্যমের স্বীকৃতি অর্জন করুক। পাশাপাশি এই চ্যানেলের উন্নতর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি। পরে বর্ষপূতির কেক কাটা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক জালাল উদ্দিনসহ গুরুদাসপুরের সকল গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ