রাজশাহীর গোদাগাড়ীতে সমাবেশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ গোলাম রব্বনী।
সোমবার বিকাল ৩টায় উপজেলা সদর ডাইংপাড়া মোড় ফিরোজ চত্বরে প্রবীণ আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান রবু মিয়ার সভাপতিত্বে সমাবেশে কাচি প্রতীকের ভোট চেয়ে গোলাম রব্বনী বলেন, গোদাগাড়ী তানোরের মানুষ ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি চায়।
সমাবেশে জেলা আওয়ামীলীগ নেতা ও স্বতস্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতার কাচি প্রতীকে ভোট চেয়ে মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুনের ঘটনায় জড়িতদের আটক করে শাস্তির দাবি জানান।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর জান্নাতুল ফেরদৌস,জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মোকবুল হোসেন,মাহবুবুল আলস মুক্তি প্রমূখ। সমাবেশে হাজার লোকের মানুষের ঢল নামে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

