বাগেরহাটের মোড়েলগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে মো. শফী চাপরাশি (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শফি গুলিশাখালি গ্রামের তাসেন চাপরাশি ছেলে।
এ সময় ঘটনাস্থল থেকে একই গ্রামের মোশারফ তালুকদার (৫৪)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিসাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসু উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে পরিত্যাক্ত জমিতে মোশারের তালুকদার গরুকে ঘাস খাওয়ানোর জন্য যান। এরপর একই জায়গায় মোহাম্মদ শফি চাপরাশি সেই জায়গায় গরু নিয়ে বাঁধতে যান। এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। মুহূর্তের মধ্যেই মোশারেফ তালুকদার উত্তেজিত হয়ে চাপরাশি মাথায় লাঠি দিয়ে সজরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে হত্যার অভিযোগে মোশাররফ তালুকদারকে আটক করে থানায় নিয়ে যায়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

