AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল


রাজবাড়ীতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রাজবাড়ীর দু’টি আসনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটানিং অফিসার। 

সোমবার (০৪ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবু কায়সার খান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবু কায়সার খান বলেন, রাজবাড়ী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী এ্যাড. মো. ইমদাদুল হক বিশ্বাস এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মর্জির ছেলে স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবীর এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায়, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মান্নান মুসল্লী এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বৈধ ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. আবু বকর সিদ্দিক, তৃনমূল বিএনপির সুলতান ও ডিএম মজিবর রহমানকে।

রাজবাড়ী-২ আসনে মুক্তিজোট প্রার্থী আব্দুল মালেক মন্ডল ঋণখেলাপী, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায়, তৃনমূল বিএনপির প্রার্থী  এস এম ফজলুল হক ঋণ খেলাপী হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. শফিউল আজম খান, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মো. অব্দুল মতিন মিয়া।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!