AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বতন্ত্র লড়তে ঝিনাইদহ- ৩ থেকে মনোনয়ন ফরম কিনেছেন আ. লীগের ৪ প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
০২:৪০ পিএম, ২৯ নভেম্বর, ২০২৩
স্বতন্ত্র লড়তে ঝিনাইদহ- ৩ থেকে মনোনয়ন ফরম কিনেছেন আ. লীগের ৪ প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ প্রার্থী কিনেছেন মনোনয়ন ফরম।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, (মহেশপুর-কোটচাঁদপুর) নিয়ে ঝিনাইদহ-৩ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন ১৪ জন মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে নৌকার মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজি। মনোনয়ন বঞ্চিত হয়েছেন ১৩ প্রার্থী।

এ সব প্রার্থীর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে মনোনয়ন ফরম কিনেছেন ৪ জন। যার মধ্যে রয়েছে- 
আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি (অব.)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ  নবী নেওয়াজ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান টিপু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক টি,এম, আজিজুর রহমান (মহন)।

এ ছাড়া মনোনয়ন ফরম কিনেছেন,মহেশপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান ও জাকের পার্টির বাবুল হোসেন।

মনোনয়ন কেনার বিষয়টি নিশ্চিত করেছেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর মনোনয়ন কেনা ও জমা দানের শেষ তারিখ। তবে আজ পর্যন্ত আমার অফিস থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন।

উল্লেখ্য,এ আসনে রয়েছে,৪ লাখ ৩২ হাজার ২৪ ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৪৪ টি,আর মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ২ শ ৭৭ টি। এ ভোট নেয়া হবে, ১৬৬ টি কেন্দ্রের মাধ্যমে।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!