জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের ১ (এক) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার নয়নতারা সম্মেলন কক্ষে মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা কৃষি কর্ককর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা প্রমুখ।
উপজেলার ৬০জন প্রান্তিক কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী কৃষকদের হাতে সনদপত্র প্রদান ও প্রশিক্ষণ ভাতাসহ দুপুরের খাবার তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :