নাটোর-৪ (বরাইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকার মাঝি হয়ে দেশের উন্নয়নের অগ্র যাত্রা অব্যাহত রাখতে জোর প্রতিজ্ঞা বদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। আজ দেশের উন্নয়ন উন্মুক্ত। প্রধানমন্ত্রী এ পর্যন্ত যা যা বলেছেন, সবই বাস্তবায়ন করেছেন। এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বাংলাদেশের মানুষ আবারও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিবে এবং বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করবেন।
ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নাটোর-৪ (বরাইগ্রাম - গুরুদাসপুর) আসনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমার গায়ে এক ফোটা রক্তবিন্দু থাকা কালে, কোথাও বঙ্গবন্ধুর এই আওয়ামী লীগের মাথা নিচু হতে দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমি ধীর প্রতিজ্ঞা বদ্ধ থাকব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন তার সাথে এক হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।
এরআগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দ্বিতীয় দিন পর্যন্ত দলটি এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ১৮০জন ও অনলাইনে ৩২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা যায়।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা