AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বজ্রপাতের শব্দে হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু



শ্রীমঙ্গলে বজ্রপাতের শব্দে হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে চিনু তাঁতী (৩৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চিনু তাঁতী ওই এলাকার যজো তাঁতীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে চিনু তাঁতী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয়। বজ্রপাতের তীব্র শব্দে মাটিতে লুটিয়ে পড়েন চিনু তাঁতী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমরাইল ছড়া চা বাগানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে কালিঘাট চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বিকাশ দত্ত বলেন, "বজ্রপাতের কোনো আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বজ্রপাতের ভয়ংকর শব্দে আতঙ্কিত হয়ে তার হৃদরোগে মৃত্যু হয়েছে।"

কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানায়, "চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো বাহ্যিক ক্ষত ছিল না। সম্ভবত আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।"

নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ঝড়-বজ্রপাতের সময় বাগানকর্মীদের নিরাপত্তায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!