AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৪ পিএম, ১৪ মে, ২০২৫

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশায় ভাসমান হকার এবং তারা রাতে নিয়মিতভাবে নেশাজাতীয় দ্রব্য সেবন করত। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতের শিকার হন ঢাবি শিক্ষার্থী সাম্য। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!