রাজশাহীর তানোর পৌরসভা দাখিল মাদরাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতা এমএ মালেক মন্ডল-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মাদরাসার সুপার মুনসুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১৩ মে) মাদরাসা প্রাঙ্গণে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় নবনির্বাচিত সভাপতি এমএ মালেক মন্ডল মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার (অব.) মনসুর সরদার, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে