রাজশাহীর তানোরে আম গাছের ডালে গলায় রশি পেচিয়ে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (৩০)। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মনিরুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে থাকা সিরাজুল ইসলামের আম গাছের ডালে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা করেছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম করলে আত্মহত্যার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে