AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে ইউপি সদস্যদের দুদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ



চরফ্যাশনে ইউপি সদস্যদের দুদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনণ করেন।
জানা যায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারণা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় প্রথম দফায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে চার ইউনিয়নের ৪৮ জন ইউপি সদস্যদের নিয়ে দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, সমাজসেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. টি এস এম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা  উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Shwapno
Link copied!