AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ সাদেক কুরাইশী আর নেই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৪:১০ পিএম, ২৪ অক্টোবর, ২০২৩

ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ সাদেক কুরাইশী আর নেই

ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর মৃত্যুতে গভীর শোকাহত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ পরিবার।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরায় ১৪ নম্বর সেক্টরের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক কুরাইশী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, তিনি গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সপরিবারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকার উত্তরায় নিজ মেয়ের বাসায় সপরিবারে অবস্থান নেন। 

আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্য তার মেয়ের বাসা থেকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে তার পরিবার ও স্বজনরা নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ পরিবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার জানাজার নামাজ আগামীকাল বুধবার বেলা ১১ টায় ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে,জানাজা শেষে ইসলামনগর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!