AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া পুলিশ গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৯:৪৮ পিএম, ২৩ অক্টোবর, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া পুলিশ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় পুলিশ না হয়েও পুলিশের বেশ ধারণ করে মহাসড়কে গাড়ী থামিয়ে তল্লাশী কালে রফিকুল ইসলাম সজিব (৪১) নামে এক প্রতারক চক্রের সদস্য ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

 

সে জেলার বালিয়াকান্দি উপজেলার দক্ষিনবাড়ী এলাকার মৃত আ. মান্নান শেখ এর ছেলে।

 

এর আগে রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়াস্থ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পুলিশ না হয়েও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এবং পুলিশের বেশ ধারণ করে সিগন্যাল গাড়ী থামিয়ে গাড়ী তল্লাশী করাকালে প্রতারক‍‍`কে একটি সামনে পুলিশ লেখা লাল ও কালো রংয়ের HONDA ব্রান্ডের CB HORNET 160 CC মোটর সাইকেল ও ৪টি মোবাইল ফোন সহ এই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম সজিব এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরও ১টি প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এবং তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় এসংক্রান্ত বিষয়ে ১টি নিয়োমিত মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!