সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় স্মার্ট বাংলাদেশ মিনির্মাণ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান কলেজ মাঠে হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেন।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক স্বাগত বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/স.স.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

