ফরিদপুরের মধুখালি থেকে আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় দেড় কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহরাব মন্ডল (২৪) কে আটক করেছে র্যাব-১০।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মোঃ সোহরাব মন্ডল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন অনন্তপুর গ্রামের মৃত রুস্তম মন্ডলের ছেলে।
র্যাব জানায়, হেরোইনের এ চালানটি স্মরণকালে ফরিদপুরে সব থেকে বড় চালান। এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবং ১টি মোবাইল ফোন ও নগদ- চার হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

