সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে উপজেলার মোট ১৪ টি ইউনিয়নের ৫ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর থেকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সুত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ,
ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
প্রতিজন কৃষককে ১০ কেজি রাসায়নিক সার ড্যাপ, ১০ কেজি এমওপি ও বেশী হারে ফলনশীল বারী -১৪ সরিষ বীজ বিনামূল্যে দেওয়া হয়।
একুশে সংবাদ/স.স.প্র/জাহা
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
