ঢাকার ধামরাইয়ে নিমেরটেক বিল থেকে আল আমিন (১৯) নামে এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে নিমেরটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আলামিন ধামরাইয়ের সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতেন।
মৃতের চাচা বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে তিনি কাজে যান। তবে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে খোঁজাখুঁজি করার সময় নিমেরটেক বিলের পাশে বাধানো ঘাটে একটি জুতা ও বিলের ভেতরে আরেকটি জুতা ভাসতে দেখে। পাশেই তার মরদেহ ভাসছিল। তারা দুই ভাই তার মরদেহ পানি থেকে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাকে রক্ত ছিল। তবে গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :