বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদারের জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সাগর মজুমদারের রাজনৈতিক জীবন, সংগঠনের প্রতি তার অবদান এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ভূয়সী প্রশংসা করেন। তারা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে