রাজীবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু সাঈদ লিটনকে সভাপতি ও মাইদুল ইসলাম মাদলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) কুড়িগ্রাম জেলা `মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড` শাখার সভাপতি মাহবুবর রহমান তালুকদার স্বপ্ন ও সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন নতুন এই কমিটির অনুমোদন করেন।
এই কমিটিতে ১৫ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাহ জাহান সহ- সভাপতি, মিজানুর রহমান লিমন যুগ্ম সম্পাদক, রাকিবুল হাসান বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক,হাসানুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান আসাদ অর্থ হিসাব ও নিরিক্ষা সম্পাদক, নিজাত দপ্তর সম্পাদক, বাদল আহমেদ প্রচার সম্পাদক, জীবন ভূইয়া জিসান আইন সম্পাদক এবং কার্যকরী সদস্য হিসাবে শফিকুল ইসলাম শুভ,শফিকুল ইসলাম, দুলাল হোসেন,গোলাম হোসেন,সোলেমান হোসেন কে অন্তর্ভুক্ত করা হয়।
নতুন এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের রাজীবপুর উপজেলা শাখার ১৫ সদস্যদের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। খুব দ্রুত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণ কমিটি গঠন করা হবে। সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করবো।
একুশে সংবাদ/স.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :