নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার ভুলতা ব্রিজের ঢালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. মামুন খাঁন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মামুন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণ নগর গ্রামের মৃত. ওহাব আলী খানের ছেলে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা নাসিম খান জানান, তাঁর চাচা একজন প্লাস্টিক পাইপের ব্যবসায়ী। খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে ভাড়া বাসায় থাকতেন। আজ সকাল পৌনে ১১ টার দিকে চাচাকে মোটরসাইকেলে নিয়ে গাউছিয়া পাঁচদোনা নামক এলাকার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নাসিম খান আরও জানান, এ সময় তাঁর চাচা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের দুইটি চাকা তাঁর চাচার বাম পায়ের উপর দিয়ে দিয়ে চলে যায়। এতে তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দ্রুত তাঁকে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :