কুমিল্লার তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র্যালীটি শুরু হয়। উপজেলা প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলার উদ্বোধন এবং প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে সমাপ্ত হয়।
মেলার উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তারা।
পরবর্তীতে মেলার স্টলগুলো চারটি ক্যাটাগরিতে ভাগ করে ১৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

