AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিদের উৎসাহিত করার আহ্বান



আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিদের উৎসাহিত করার আহ্বান

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে খামারিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ ছাড়া প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সরকারের বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম শক্তি। সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সেবা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে।”

এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভেটেরিনারি সার্জন ডা. তানভির হাসান এবং বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন। বক্তারা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা কার্যক্রম ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ দেশীয় জাতের বিভিন্ন প্রাণিসম্পদ প্রদর্শন করেন। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, দেশীয় খাদ্য প্রস্তুতপণ্য এবং খামার ব্যবস্থাপনা সরঞ্জামও প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখে খামারিদের কাছ থেকে পালনবিধি ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেন।

দিনব্যাপী আয়োজন শেষে সেরা খামারি, নতুন খামারি এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত খামারিরা জানান, এই ধরনের প্রদর্শনী তাদের উৎসাহিত করে এবং নতুন জ্ঞান অর্জনের সুযোগ বাড়ায়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, সপ্তাহব্যাপী বিভিন্ন ইউনিয়নে রোগ প্রতিরোধ টিকা কার্যক্রম, খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!