নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু, হাঁস-মুরগি, আসবাবপত্র, শস্যদানা ও ঘরের মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। স্থানীয়দের ধারণা, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১০ লাখ টাকার বেশি।
ঘটনা ঘটে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারশিমুলিয়া গ্রামে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পারশিমুলিয়া গ্রামের অকিম উদ্দিন তাঁর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া (সাজাল) দিচ্ছিলেন। অসাবধানতাবশত সেই ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বৈদ্যুতিক তার ধরে গোয়ালঘর ছাড়িয়ে পাশের রফিকুল ইসলামের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু ও হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ঘরের সব আসবাবপত্র, পোশাক, শস্যদানা এবং প্রয়োজনীয় জিনিসপত্রও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

