AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক সাধারণ সম্পাদক মিলন


Ekushey Sangbad
বাউফল উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৬:৩৭ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক সাধারণ সম্পাদক মিলন

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের এস.এম সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা‘র জি.এম মশিউর রহমান মিলন।

 

এতে অন্যান্য পদের মধ্যে মুজাহিদুল ইসলাম মনির ও বিমল চন্দ্র শীল সহ-সভাপতি, ইয়াকুব আলী মোল্লা, যৌথভাবে আরিফুর রহমান ও মীর মহসিন যুগ্ন সাধারণ সম্পাদক, জাহিদ সিকদার দপ্তর সম্পাদক, ফয়সাল মোল্লা কোষাধ্যাক্ষ, তোফায়েল ইসলাম মিশু তথ্য-প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাশেদুল ইসলাম, আবুবকর মিল্টন, নুরুল ইসলাম আজাদী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

 

রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সকাল নয়টা থেকে শুরু হয়ে দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ভোট গণনা শেষে বিকাল চারটায় ফলাফল ঘোষণা করা হয়।

 

নবনির্বাচিত সভাপতি এস.এম সিদ্দিকুর রহমান বলেন, গত এক বছর আমরা মৌখিক ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলাম। এবছর প্রথম রিপোর্টার্স ইউনিটির সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই অনন্দটা একটু বেশি। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যাক্ত করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

একুশে সংবাদ/ম.ফ.প্র/জাহা

Shwapno
Link copied!