মৌলভীবাজারের নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ- পরিচালক মল্লিকা দে।
আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :