AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা



সুন্দরগঞ্জে এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক্সেলারেটেড এডুকেশন বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা ব্র্যাক সমন্বয়ক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, সহকারি শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান, মুকুল চন্দ্র বর্মন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, গণমাধ্যমকর্মী মো. মোশাররফ হোসেন, এবং ব্র্যাক উপজেলা ম্যানেজার রীতা রানী সরকার প্রমুখ।

সভা শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক শিক্ষা কর্মসূচির যাবতীয় কার্যক্রম উপস্থাপন করা হয়।

জানা গেছে, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা শিখন-শেখানোর কার্যক্রম থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ইএমডিসি প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত, দুর্বল এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সেলারেটেড মডেল শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করতে সাহায্য করছে।

সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪ সালে ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ১৬টি প্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থী এই মডেল শিক্ষা ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। বর্তমানে ২০২৫ সালে ৩০টি প্রতিষ্ঠানে ৭৫০ জন শিক্ষার্থী এই মডেলে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের গাইবান্ধা, কুড়িগ্রাম, ভোলা, শেরপুর, জামালপুর এবং সিলেট জেলায় এই প্রকল্পটি চালু রয়েছে। আগামী ২০২৮ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পটি শেষ হবে। প্রকল্প শেষে ৫৯ হাজার এককক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এই এক্সেলারেটেড মডেল শিক্ষা কার্যক্রমে ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী সুবিধা পাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!