গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার, উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩,৬৯০ জন কৃষকের মাঝে এই বীজ এবং সার বিতরণ করা হবে। এর মধ্যে গম ৭০০ জন, সরিষা ২,৫০০ জন, চিনাবাদাম ১৩০ জন, সূর্যমুখী ৭০ জন, পেঁয়াজ ৩০ জন, মসুর ডাল ৭০ জন, মুগ ডাল ৮০ জন, সয়াবিন ৩০ জন, খেসারী ৩০ জন এবং অড়হর ৫০ জন। এছাড়া প্রতিজন কৃষককে ২০ থেকে ৪০ কেজি করে সার দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

