সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজন। জানা গেছে, সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক শনিবার (১৬ সেপ্টেম্বর) রোববার রাত ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর মিত্রিমহল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :