শেরপুরের শ্রীবরদীতে শিশু ও কমিউনিটির উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ১৭ বছরের পথচলার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম, নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ`র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট কফিল উদ্দিন মাহমুদ ও প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগড়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া অফিসের ১৭ বছরের কর্মকান্ডের বিভিন্ন দিক তোলে ধরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রউফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শ্রীবরদী এপি ম্যানেজার যোনাস ক্লেরি কস্তা, মুক্তাগাছা এপি ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশন, পূর্বধলা এপি`র প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, শ্রীবরদী এপি`র প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু ফোরামের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :