বরিশালের উজিরপুরে নসিমন উল্টে সুনীল হালদার (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ধামুরা- উজিরপুর সড়কে জিরো পয়েন্টের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীল হালদার বড়াকোটা ইউনিয়নের কালী খোলা গ্রামের মৃত শিশু কুমার হালদার এর ছেলে।
নিহতর ছেলে সাগর হালদার জানান, সুনীল হালদার শনিবার সকালে নসিমনে ধামুরা যাচ্ছিলেন। নসিমন উল্টে গেলে প্রথমে ধামুরা ক্লিনিকে নেয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে মারা যান তিনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/র.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :